শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী সন্ধাকুড়া গ্রাম থেকে  একটি নাইন এমএম পিস্তল ও দুইটি ম্যাগজিন সহ লিটন কোচ (২৫) নামে এক আদিবাসী যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

আটককৃত যুবক লিটন কোচ ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের গান্ধীরাম কোচের ছেলে। সে একজন অস্ত্র ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে। ৭ জুলাই সোমবার দুপুরে আটককৃত লিটন কোচকে অস্ত্র ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন জানায়। আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, ৬ জুলাই রবিবার রাত পৌণে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল সন্ধাকুড়া গ্রামে অভিযান চালায়। এসময় ওই এলাকার একটি বাড়ীতে অবস্থান করতে থাকা লিটন কোচকে চ্যালেঞ্জ করে গোয়েন্দা পুলিশ তার নিকট থেকে একটি নাইন এমএম পিস্তল ও দুইটি ম্যাগজিন উদ্ধার করে।
শেরপুর ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম জানান, লটন কোচ একজন অস্ত্র ব্যবসায়ী। এর আগেও সে ভারত থেকে অস্ত্র এনে বিক্রি করেছে। তাই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ হাতে-নাতে আটক করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
(এইচবি/এএস/জুলাই ০৭, ২০১৪)