স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কেউ কেউ বলছে, পারিবারিক বিবাদের কারণে ১০ বছরের মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছে মা।

রবিবার রাতে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের উলি মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে । মৃতরা হলেন, মা তোফাজ্জলের সুমি আক্তার (২৮) ও তার দশ বছরের মেয়ে নাসরিন আক্তার। রোববার রাত সোয়া ৮টায় নিজ বাড়ি’র উঠান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকলেছুর রহমান জানান, রাতে বাড়ির উঠানে মা ও মেয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মায়ের ঝুলন্ত মরদেহ ও মাটিতে পড়ে থাকা মেয়ের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে পুলিশি তদন্ত চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

(এসএএস/এসপি/মার্চ ০৫, ২০১৮)