ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ। ইউনেস্কো জাতির জনক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়ে আমাদেরকে গর্বিত করেছে।

শুক্রবার ঈশ্বরদী পাকশীতে নর্থ বেঙ্গল পেপার মিল হাই স্কুল মাঠে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো সুন্দর দেশ পৃথিবীর আর কোথাও নেই। প্রতিটি শিশুর জন্য শিক্ষার সুন্দর ও নির্মল পরিবেশ গড়ে দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।

ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা উন্নত বাংলাদেশ গড়া বাস্তবায়ন করতে হলে প্রথমে ছাত্রছাত্রীদের নিজের জীবন সুন্দরভাবে গড়তে হবে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের মহাসড়কে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

ছাত্রছাত্রীদের প্রদর্শিত ডিসপ্লের প্রশংসা করে মন্ত্রী বলেন, এ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ডিসপ্লের মাধ্যমে তাদের গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা বোধের প্রমাণ দিয়েছে। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ই মার্চের রেকর্ডকৃত ভাষণটি পরিবেশন করা হয়।

মন্ত্রী নর্থ বেঙ্গল পেপার মিল সম্পর্কে বলেন, পেপার মিলটি বিএনপি-জামাত সরকার চক্রান্ত করে বন্ধ করে দিয়েছিল। জনকল্যাণে ও কর্মসংস্থানের লক্ষ্যে নতুন করে পেপার মিলটি চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মন্ত্রী জানান।

নর্থ বেঙ্গল পেপার মিলস লি. পাকশী ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি যীশু বিকাশ চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার,ঈশ্বরদী থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, আওয়ামী লীগ নেতা রশিদুল্লাহ, হবিবুল ইসলাম হব্বুল, ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস, রেজাউল ইসলাম রাজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক বক্তব্য রাখেন।

(এসকেকে/এসপি/মার্চ ০৯, ২০১৮)