গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে শানিবার সকাল ১০ টার দিকে পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১১ নিহত হয়েছে।এ ঘটনায় প্রায় ৩০ আহত হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ জানিয়েছে রংপুর বগুড়া মহাসড়কের ড্রীমল্যান্ড নামক স্থানে বাসের চাকা বাষ্ট হয়ে একটি ভটভটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৪ জন নিহত ও ১০ জন আহত হয়।

অপরদিকে দুপুর ১২ টার দিকে ঢাকা থেকে রংপুরগামী রড বোঝাই একটি ট্রাক পলাশবাড়ীর জুনদহ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে গেলে ট্রাকের ছাদের উপরে থাকা ২০ জনের ও বেশি শ্রমিক রড নিচে চাপা পড়ে। এসময় ঘটনা স্থলে ৭ জন নিহত ও কমপক্ষে ১০ আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে পলাশবাড়ী ও গোবিন্দগন্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে ৩ জনে পরিচয় জানাগেলে ও অন্যান্যদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। নিহতরা হলেন, এ ঘটনায় নিহতরা হলো গোবিন্দগঞ্জ এলাকার জাকির হোসেন (২৫),খসরু মিয়া (৫০),রাজু মিয়া (২৫)। মৃত্যুও সংখ্যা বৃদ্ধি পেতে পাওে বলে ধারাণা করা হচ্ছে।

খবর পেয়ে গাইবান্ধা জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা সহকারী কমিশনার ভুমি, থানার অফিসার ইনচার্জ সহ হাইওয়ে পুলিশের উদ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারের মাঝে ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

(এসআইআর/এসপি/মার্চ ১০, ২০১৮)