ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, ‘স্বাধীন-সার্বভৌম পৃথিবীর সুন্দরতম দেশ আমাদের বাংলাদেশ। সৃষ্টিকর্তা প্রদত্ত ষড়ঋতুর প্রাকৃতিক সৌন্দর্য্য মন্ডিত এমন দেশ পৃথিবীতে আর নেই। আমাদের ছেলেমেয়েরা মেধায়, মননে ও বুদ্ধিতে জার্মান, জাপান, ফরাসী, ইংরেজ, চীনা মানুষদের চেয়ে কোন অংশেই খাটো নয়।’

শনিবার সকালে ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে নবনির্মিত শহীদ মিণারের উদ্বোধন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্য দানকালে শরীফ বলেন, ছাত্র-ছাত্রীদের আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন মানুষ হয়ে উঠতে হবে। ২০২১ সালের আগেই আমরা মধ্যম আয়ের দেশে পৌঁছে যাব। সকল অপশক্তিকে প্রতিহত করে তোমাদের জননেত্রী শেখ হাসিনার নের্তৃত্বে সুখি-সমৃদ্ধশালী বাংলদেশ গড়ার কাজে নিয়োজিত করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক, উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, পৌর যুবলীগ সভাপতি আলাউদ্দিন বিপ্লব প্রমুখ।

(এসকেকে/এসপি/মার্চ ১০, ২০১৮)