ধামরাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র্যালি
ধামরাই প্রতিনিধি : “জানবে বিশ্ব -জানবে দেশ, দূর্যোগ মোকাবেলায় প্রস্তÍত বাংলাদেশ”এই শ্লোগানকে মাসনে রেখে ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০১৮ আজ শনিবার সকাল এগারটায় বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, রোভার স্কাউট ও এলাকার বিশিষ্ট জনদের নিয়ে উপজেলা চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি এলাকার বিভিন্ন পথ প্রদক্ষিন করে ধামরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ করে। ও আলোচনা সভা অুষ্ঠিত হয়।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ধামরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ফায়ার সার্ভিসের এক দল কর্মী সাথে দুটি ইউনিট, এ্যাম্বুলেন্স ও রোভার স্কাউটদের নিয়ে এক যৌথ অগ্নি নির্বাপক মহড়ার আয়োজন করে।
এসময় ফায়ার সার্ভিস কিভাবে খবর পাঠানো হয় ও দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি এসে কিভাবে আগুন নিয়ন্ত্রন করে ,আহতদের চিকিৎসা প্রদানের দৃশ্য প্রর্দশন করে। এসময় সাধারন মানুষ ছুটাছুটির দৃশ্য ও আতংকিত পরিবেশের সৃষ্টি হয় তা দৃশ্যমান হয়।এর মোকাবিলায় করনীয় কি তার উপর মহড়া হয়।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ আসন ধামরাইয়ের এমপি মুক্তিযোদ্ধা এমএ মালেক।
এসময় বক্তব্য রাখেন ধামরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লায়ন মিনা মালেক ,ধামরাই ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাহেব আলী, ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, বিবদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে হাবিবা বেগম,বাংলাদেশ বেতারের ডিপুটি ডিরেক্টর সাইদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।
(ডিসিপি/এসপি/মার্চ ১০, ২০১৮)