গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে তিন ঘন্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ ১১ জন নিহতর।

ওাস্তায় যানজট ছিল না, সড়কের অবস্থাও ভালো। তারপরও পৃথক দুই সড়ক দুর্ঘটনায় শনিবার গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ১১ ব্যক্তি নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় নিহত ১১ জন হলেন নীলফামারী সদরের সাংগারপাড়ার রেজিয়া আকতার, একই এলাকার মারুফা বেগম, ফকিরপাড়ার মোতাহার, কিশোরগঞ্জের উত্তরসিংহের ফরহাদ, ডোমার বেতগাড়ীর মফিজুল ইসলাম, সেউজগাড়ীর সাজা মিয়া ও পঞ্চগড়ের দেবিগঞ্জ সোনাহারের রশিদুল ইসলাম। এছাড়া বাসের ধাক্কায় নিহত চার নির্মাণ শ্রমিক হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই গ্রামের জাকির হোসেন, শিবপুর গ্রামের খশরু মিয়া ও রাজু মিয়া এবং শালমারা গ্রামের নাজমুল।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘লাশ উদ্ধারের পর পরিচয় মিলেছে নিহতদের। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থাকায় মামলা হয়েছে।

(এসআইআর/এসপি/মার্চ ১১, ২০১৮)