চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার করকোলা এলাকায় গুমানী নদীতে বারুনী স্নানোৎসবে মেতে ওঠেন হাজার হাজার সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ। পূর্ণ্য লাভের আশায় প্রতিবছর ফাল্গুন মাসের শেষে ও চৈত্র মাসের শুরুতে ত্রয়োদশী তিথিতে বারুনী স্নানোৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।

এই স্নানোৎসবকে সনাতন ধর্মালম্বীরা বলেন ‘বারুণী স্নান’। বুধবার কালী পূজার মধ্যে দিয়ে শুরু হয়েছে তিন দিন ব্যাপী স্নানোৎসব ও মেলার।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গুমানী নদীর কর্দমাক্ত হাঁটু জলে স্নান করতে শিশু-কিশোর থেকে শুরু করে সববয়সী সনাতন ধর্মালম্বী নারী-পুরুষের ঢল নামে। শুক্রবার (আজ) পূজার্চনার মধ্যে দিয়ে শেষ হবে বারুনী স্নানোৎসবের।

চাটমোহরসহ দেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ যোগ দিয়েছেন এই স্নানোৎসবে। এসময় নদী পাড়ে বসে ভেজা গায়ে পূণ্যার্থীরা পূর্র্ব পুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পন করেন।

করকোলা কালী মন্দির কমিটির সভাপতি ক্ষিতিশ চন্দ্র দাস জানান, ব্রিটিশ আমল থেকে গুমানী নদীর তীরে অনুষ্ঠিত হয়ে আসছে বারুনী স্নান ও মেলা। প্রথম দিন কালী পূজার মধ্যে দিয়ে শুরু হয় স্নানোৎসবের। সকলের সহযোগিতায় আমরা এ ঐতিহ্যকে ধরে রাখার প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছি।

(এসএইচএম/এসপি/মার্চ ১৫, ২০১৮)