চাটমোহর (পাবনা) প্রতিনিধি : ‘ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ’ প্রতিপাদ্য নিয়ে পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার উদযাপিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস। 

এ উপলক্ষে সকালে বের হয় বর্নাঢ্য র‌্যালী। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমারের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তব্য দেন,মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন,কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান রশীদ হুসাইনী,শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আজাদ, ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল, প্রধান শিক্ষক আব্দুল গফুর, প্রধান শিক্ষক উকিল উদ্দিন, পিআইও মোঃ শামীম এহসান, দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন প্রমুখ।

(এসএইচএম/এসপি/মার্চ ১৫, ২০১৮)