সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরের ভবানীপুর ব্র্যাক অফিসে বৃহস্পতিবার দুপুরে ব্র্যাক অতি দরিদ্র কর্মসূচির উদ্যোগে মাঠ পর্যায়ে গিয়ে চুড়ান্ত ভাবে নির্বাচিত করে অতি দরিদ্র সদস্যদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। 

আঞ্চলিক ব্যবস্থাপক (দাবী) তৌহিদুজ্জামানের সভাপতিত্বে ও ম্যানেজার ব্র্যাক টিইউপি কর্মসূচি জহুরুল ইসামের পরিচালনায় প্রধান অতিথির ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন ভায়না ইউনিয়নের চেয়ারম্যান আমিন উদ্দিন, ব্র্যাক (টিইউপি) কর্মসূচি উদ্ধতন আঞ্চলিক ব্যবস্থাপক জাকিয়া সুলতানা, ব্র্যাক (টিইউপি) কর্মসূচি উদ্ধতন আঞ্চলিক ব্যবস্থাপক পাবনা শফিকুল ইসলাম, ডি বি আর আলমাছুর রহমান, উপজেলা হিসাব ব্যাবস্থাপক আবুল কালাম আজাদ, এরিয়া ম্যানেজার প্রগতি গৌতম কুমার সরকার, এসময় আরো উপস্থিত ছিলেন বিএম (দাবী) মোতালেব হোসেন, আনোয়ার হোসেন, মোজ্জাফর হোসেন, সুলতানা ইসরাত, পলাশ বাবু, সাকিবুর, মেরিন সুলতানা, আক্তারুজ্জামান, আব্দুর রউফ শেখ, এনামুল হক, ফারজানা, হেনা প্রমুখ।

বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন আমরা বাড়ীতে বাড়ীতে গিয়ে অতি দরিদ্র সদস্য নির্বাচন করে তাদের মাঝে ঢেউটিন বিতরণ করেছি।

(এমএস/এসপি/মার্চ ১৫, ২০১৮)