দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে গ্রাম বিকাশ কেন্দ্রের আলো প্রকল্প ও হেকস ইপার সুইজারল্যান্ডের সহযোগিতায় আদিবাসী ও দলিত সমাজের উদ্যোগে বুধবার আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালন করা হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য পথযাত্রা পৌর শহরে বের করা হয়।

পথযাত্রা শেষে গ্রাম বিকাশ আলো প্রকল্পের কেন্দ্রীয় প্রকল্প কর্মকর্তা মো. সাজ্জাদ হোসনে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রকৌশলী মো. শহিদুজ্জামান, মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা মো. শমসের আলী মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাজ্জাক উল হায়দার, ইউপি চেয়ারম্যান মানিক রতন। এছাড়াও বক্তব্য রাখেন গ্রাম বিকাশ আলো প্রকল্পের উপজেলা ম্যানেজার শাহ মো. সাদিয়ার রহমান, কমিউনিটি ডেভেল্পমেন্ট ফ্যাসিলেটর (সিডিএফ) মিজানুর রহমান, তানজিদুর রহমান, মানজার আলী, গ্লোরিয়া মুরমু, শিউলী বাড়া প্রমুখ।

এতে উপজেলার আদিবাসী ও দলিত সমাজের শিক্ষার্থী, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন।

(এসিজি/এসপি/মার্চ ২১, ২০১৮)