প্রতিনিধি (গাইবান্ধা) প্রতিনিধি : বাংলাদেশ স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন সহ বিভিন্ন দপ্তর ও বিভিন্ন স্কুল-কলেজের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্র অনুষিঠত হয়। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকারের নেতৃত্বে শোভাযাত্রার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জর্জ, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মজিবুর রহমান পিপিএম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা টিএইচও ডা.মজিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ছাবের আলী, উপজেলা শিক্ষা অফিসার রওনক আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদিপ কুমার সরকার, সমাজ সেবা কর্মকর্তা ইকবাল হোসান, মহিলা বিষয়ক কর্মকর্তা জীবুন্নেসা, অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ফিরোজ খানুন নুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কুল –কলেজের ছাত্র-ছাত্রীরা শোভাযাত্রায় অংশ গ্রহণ করে।

(এসআরডি/এসপি/মার্চ ২২, ২০১৮)