ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী উপজেলা প্রশাসন, পৌরসভা, সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত 'নিম্ন-আয়ের' দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল আয়ের' দেশে উত্তরণ উপলক্ষে বৃহস্পতিবার বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সকালে ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শেষে পৌর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আখ গবেষণা ইন্সস্টিউট র‌্যালী , আলোচনা সভা ও প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে।

বিকেলে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শেষে ইউএনও আল মামুনের সভাপতিত্বে উপজেল পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু।

এসময় বক্তব্য রাখেন বিএসআরআই এর মহাপরিচালক ড. আমজাদ হোসেন, ডাল গবষণা ইন্সস্টিউটের পরিচালক ড. মোহাম্মদ হোসেন, ভাইস চেয়ারম্যান মাহমুদা খাতুন, মাধ্যমিক শিক।সা অফিসার সেলিম আক্তার, নির্বাচন অফিসার জিন্নাত আরা জলি প্রমূখ। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়া ঈশ্বরদী সরকারী কলেজ, ঈশ্বরদী মহিলা কলেজ, সাঁড়া মারোয়ারী স্কুল এন্ড কলেজসহ ঈশ্বরদীর প্রায় সকল শিক।সা প্রতিষ্ঠানের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(এসকেকে/এসপি/মার্চ ২২, ২০১৮)