শেরপুর প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় বজ্রপাতে এক শিশু নিহত ও এক যুবক আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝিনাইগাতীর ফাকরাবাদ পাতালেপাড়া গ্রামে বজ্রপাতে সজীব (৭) নামের এক শিশু ঘটনাস্থলেই প্রাণ হারায়।

জানা যায়, সে ওই গ্রামের নুরুজ্জামান মুন্সীর পুত্র।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা দেড়টার দিকে দুপুরের খাবার খাওয়ার জন্য সজিব বসতঘরের বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষায় ছিল। রান্নাঘরে তার মা তার জন্য খাবার তৈরী করছিলেন। এ সময় বাড়ীর উঠোনে আকস্মিক বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই শিশু সজিব মারা যায়। এ ঘটনায় নিহতের পরিবার ও আত্মীয় স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এদিকে, একই সময় অপর বজ্রপাতে ডেফলাই গ্রামের মাহবুব মিয়া (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়। সে ওই গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র। মুমূর্ষ অবস্থায় তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।

ঝিনাইগাতী থানার ওসি ফসিহুর রহমান বজ্রপাতে দুইজনের হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।

(এইচবি/জেএ/জুলাই ০৮, ২০১৪)