বর্ষণ এবং পাহাড়ী ঢলে শেরপুরের নিম্নাঞ্চল প্লাবিত
শেরপুর প্রতিনিধি : অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে শেরপুরের নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
মহারশি, সোমেশ্বরী, কালঘোষা, ভোগাই, চেল্লাখালি, ঝিনাই সহ পাহাড়ী এলাকার বিভিন্ন নদ-নদী ও ঝোড়ায় পাহাড়ী ঢলের প্রবল স্রোত বইছে। মঙ্গলবার বিকেলে ঝিনাইগাতীতে মহারশি নদী বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে নিম্নাঞ্চলের অনেক এলাকার রাস্তা-ঘাট জলমগ্ন হওয়ার পাশাপাশি বিধ্বস্ত হয়েছে। অনেক এলাকার পুকুর তলিয়ে মাছ ভেসে যাওয়ায় মৎস্য চাষীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমন বীজতলা ডুবে যাওয়ায় কৃষকরা শংকিত হয়ে পড়েছেন।
শেরপুর খামারবাড়ীর হিসাব মতে, মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তবে খামারবাড়ীর উপ-পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ জানান, এ বছরের মধ্যে জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত হবে।
(এইচবি/জেএ/জুলাই ০৮, ২০১৪)