গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ওয়াসিম মিয়া(৩৭) নামে এক মাদক ব্যবসায়ী কে হিরোইনসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

গতকাল সোমবার রাতে গাইবান্ধা-পলাশবাড়ী রোডে মেসার্স তরফদার মটরস এর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী ওয়াসিম মিয়া গাইবান্ধা জেলা শহরের সার্কুলার রোডের রফিজ মিয়ার ছেলে।

এ খবর নিশ্চিত করে গাইবান্ধা ডিবি'র ওসি একেএম মেহেদি হাসান গণমাধ্যমে জানান,ওয়াসিম পেশাদার মাদক ব্যবসায়ী।তার বিরুদ্ধে আরো দুটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গতরাতে তাকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যাহার আনুমানিক মুল্য চার লক্ষ্য টাকা। এ ঘটনায় পলাশবাড়ী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়।

(এসআইআর/এসপি/মার্চ ২৭, ২০১৮)