দিনাজপুর জেলা প্রতিনিধি : জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বর্তমান সরকার দেশ থেকে ক্ষুধা দারিদ্রতা দূর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সে লক্ষ্যে দারিদ্র বিমোচনে ভিজিডি, ভিজিএফ, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্ত্বকালীন ভাতা ইত্যাদি সামাজিক নিরাপত্তা কর্মসূচী সফলতা ও প্রশংসার সাথে বাস্তবায়ন করছে। এসব কর্মসূচি দেশের দারিদ্র বিমোচনের ক্ষেত্রে যুগান্তকারী সফলতা বয়ে এনেছে।

বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা এর আয়োজনে ২০১৭-২০১৮ বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার এককালিন অনুদানের চেক ও ভাতা ভোগীর বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক রাজেন্দ্র দেব নাথ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার মিত্র প্রমুখ ।

(এন/এসপি/মার্চ ২৮, ২০১৮)