গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-৩ পলাশবাড়ী-সাদুল্লাপুর নির্বাচনি এলাকার পলাশবাড়ী উপজেলা এলাকার হোসেনপুর ও কিশোরগাড়ী ইউনিয়নের সড়ক পাকাকরণ, অন্যান্য উন্নয়ন মূলক বিভিন্ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন,স্কুল-কলেজ পরিদর্শন ও আলোচনা সভায় যোগ দেন ডা.মো.ইউনুস আলী সরকার এমপি।

বুধবার সকাল থেকে প্রায় দিনভর অনুষ্ঠিত অসংখ্য পয়েন্টে আলোচনা সভায় সাংসদ ডা.মো ইউনুস আলী সরকার প্রধান অতিথির বক্তব্যে বলেন যারা প্রকৃতির নৌকাকে ঈর্ষা ও জয়বাংলা বলতে দ্বিধা করেন তারা মূলতঃ প্রকৃত দেশপ্রেমিক নন। তিনি আরো বলেন কেবল স্বাধীনতার দলই পারে দেশের উন্নয়ন কাজ এগিয়ে নিতে। বাংলাদেশের ঈর্ষান্বিত উন্নয়নের ধারা আজ গোটা বিশ্বেই স্বীকৃত ও সমাদৃত।

উন্নয়নের রুপকার জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী তথা এ ধারা অপ্রতিরোধ্য রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার কোন বিকল্প নেই।

ইউনিয়ন দু'টির অগ্রাধিকার জনদাবী সমূহ বাস্তবায়নে নানা অবকাঠামো উদ্বোধনের পাশাপাশি তিনি এলাকা এলাকার চিহৃিত পয়েন্ট সমূহে মূলত:নির্বাচনি গণসংযোগকালে ইউপি-ওয়ার্ডের দলীয় নেতাকর্মি ছাড়াও সর্বস্তরের জনসাধারণের সাথে কুশল ও মতবিনিময়সহ আলোচনা সভায় অংশ নেন।

এর আগে এমপি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির প্রশিক্ষনার্থীদের অয়শগ্রহনে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।এমপি বেকার সমস্যা সমাধানে সরকারের বিভিন্ন দিক-নির্দেশনা তুলে ধরেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) ও সহকারি কমিশনার(ভূমি) আরিফ হোসেন, আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম ভোটবাবু, আ'লীগ নেতা হাবিবুর রহমান লাভলু ও নির্মল মিত্র ছাড়াও সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁর সাথে ছিলেন।


(এসআইআর/এসপি/মার্চ ২৮, ২০১৮)