গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রযুক্তি ও সিআইজি ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ কর্মশালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

কৃষি বিভাগ সূত্র জানায়, উপজেলার প্রতিটি ইউনিয়ন এলাকায় পর্যায়ক্রমে প্রান্তিক বোরো চাষীদের মাঝে প্রশিক্ষন কর্মশালা অব্যাহত রয়েছে।

বোরো চারা রোপনের পর ধান কর্তনের নির্দিষ্ট ১২০ দিন বয়স অতিক্রমের এক পর্যায় ৫০ শতাংশ ৬০ দিন অতিবাহিত কালে মূলত: ধানগাছে এমন নানা রোগ আক্রান্ত হয়ে থাকে।

ধানের ব্লাস্ট রোগ ও তার প্রতিকার করতে ব্যর্থ হলে সমুদয় ক্ষতিসাধনের সমূহ সম্ভাবনা দেখা দেয়।
এসবের মধ্যে অন্যতম রোগ গুলো হচ্ছে পাতা ব্লাস্ট, গিঁট ব্লাস্ট এবং নেক বা শিষ ব্লাস্ট।

রোগের বিস্তার, নিয়ন্ত্রণ, রোগ আক্রমনের পূর্বে এবং পরে নানা জাতের বোরো ধানের পরিচর্যা ও ব্যবস্থাপনা সম্পর্কীত করনীয় নিয়ে উপস্থিত কুষকদের মাঝে প্রশিক্ষক বৃন্দ বিষদ ব্যাখ্যা দেন।

গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ- পরিচালক আ.ক.ম রুহুল আমীন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো.শওকত ওসমান, উপজেলা কৃষি অফিসার মো.আজীজুল ইসলাম ও অতিরিক্ত কৃষি অফিসার মো.মতিউর রহমান।

(এসআইআর/এসপি/মার্চ ২৯, ২০১৮)