নীলফামারী ছাত্রলীগের দুই শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা
নীলফামারী জেলা প্রতিনিধি : দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে ও দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করায় বাংলাদেশ ছাত্রলীগ নীলফামারী জেলার পৌর ও সরকারি কলেজ শাখা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৮ মার্চ) রাতে জেলা শহরের চৌরঙ্গী মোড়স্থ দলীয় কার্যালয়ে এক জরুরী সভা আহবান করে কমিটি দু’টি বিলুপ্ত ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেন, জেলা সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল।
সভাপতি জানান, নীলফামারী জেলা ছাত্রলীগের আওতাধীন নীলফামারী পৌর ও সরকারি কলেজ শাখা কমিটির মেয়াদ দীর্ঘ দিন আগে উত্তীর্ণ হয়েছে।
এতে শাখা দুটি সাংগঠনিক ভাবে দুর্বলসহ সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কমিটি দু’টি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
কমিটি গঠন না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের সুসংগঠিত থাকার আহবান জানানো হয়েছে।
উল্লেখ্য, নীলফামারী পৌর শাখায় হোসাইন রেজা শামীম (সভাপতি) ও জুবায়ের হোসেন প্রামানিক জীম (সাধারণ সম্পাদক) এবং সরকারি কলেজ শাখায় আল-শাহরিয়ার শাকিল (সভাপিত) ও তুষার আহমেদ (সাধারণ সম্পাদক) দায়িত্বে ছিলেন।
জরুরী সভায় এই সিদ্ধান্তে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাসুদ সরকার মাসুদসহ জেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(এমআইএস/এসপি/মার্চ ২৯, ২০১৮)