ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : একটি দুর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের কান্না।শুধু আইন দিয়ে নয় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। সড়ক মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে মালিক শ্রমিক সহ সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে কাজ করছেন গাইবান্ধা জেলা পুলিশ।

মঙ্গলবার দুপুরে ঢাকা- রংপুর জাতীয় মহাসড়কের পলাশবাড়ী চৌমাথা মোড়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে লিফলেট বিতরন ও চালকদের মাঝে ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে গাইবান্ধা জেলা পুলিশ সুপার ইন্জিনিয়ার আব্দুল মান্নান মিয়া উপরোক্ত কথা বলেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যা আল ফারুক, সিনিয়র সহকারী পুলিশ সুপার সি সার্কেল রেজিনুর রহমান,পলাশবাড়ী থানার ওসি মাহামুদুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর আতাউর রহমান, বেলাল হোসেন ও সার্জেন আযম খান ছাড়া ও মোটর মালিক সমিতির সভাপতি এনামুল হক মকবুল, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান ছাড়া বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

(এসআইআর/এসপি/এপ্রিল ০৩, ২০১৮)