গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাহাজের তেল মিশ্রিত নিম্ন মানের ৭০ব্যারেল ভেজাল শরিষার তেল জব্দ করে ওই ব্যবসায় জড়িত থাকায় ভেজাল তেল ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম ও সিনিয়র সহকারী পলিশ সুপার (সি-সার্কেল) রেজিনুর রহমানের নেতৃত্বে ওসি মজিবুর রহমান পিপিএমসহ সংঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার কোমরপুর বাজারে রামপুরা গ্রামের তমিজ উদ্দিনের ছেলে আজিজুলের তেলের মিলে অভিযান চালিয়ে আমদানি করা জাহাজের তেল মিশ্রিত ৭০ ব্যারেল ভেজাল নিম্নমানের শরিষার তেল জব্দ করে ওই ব্যবসায় জড়িত থাকায় ভেজাল তেল ব্যবসায়ী ও শরিষার তেলের মিল মালিক আজিজুলকে আটক করে।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি মজিবুর রহমান পিপিএম।ব্যবসায়ী আজিজুল দীর্ঘদিন থেকে ভেজাল তেলের ব্যবসা করে আসছিল।

(এসআইআর/এসপি/এপ্রিল ০৮, ২০১৮)