ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : মুক্তিযোদ্ধা কোটা বাতিলের নামে আন্দোলনকারীদের সন্ত্রাসী কর্মকান্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও দেশব্যাপী তান্ডবলীলার প্রতিবাদে মঙ্গলবার ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছে। 

আজ সকালে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে মানবন্ধন রচনা করা হয়। মানববন্ধন শেষে বিশাল বিক্ষোভ মিছিল ঈশ্বরদী শহর প্রদক্ষিণ করে। এসময় মুক্তিযোদ্ধাদের সন্তানরাও এই মিছিলে অংশগ্রহন করেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।

এসময় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস, সাবেক ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফা চান্না, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, আ.ত.ম শহীদুজ্জামান নাসিম, হবিবুল ইসলাম হব্বুল, মোস্তাফিজুর রহমান সেলিম প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু প্রতিবাদ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার আল মামুনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

(এসকেকে/এসপি/এপ্রিল ১০, ২০১৮)