নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বঙ্গবীর কাদের সিদ্দিকীর আগমন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে ব্যাপক আয়োজন করা হয়েছে। জানা যায়, কৃষক শ্রমিক জনতা লীগ নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে ১৩ এপ্রিল শুক্রবার বিকেলে নাগরপুর সরকারী কলেজ মাঠ প্রাঙ্গণে বিশাল এক জনসভার আয়োজন করা হয়েছে। 

এতে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখবেন, মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি এবং কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

এ উপলক্ষে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে। বঙ্গবীরের আগমনে উপজেলা শহর থেকে শুরু করে গ্রাম-গঞ্জের প্রতিটি অলিগলিতে পোষ্টার ফেস্টুন, ব্যানার এবং মাইকের প্রচার প্রচারনায় মুখোরিত হয়ে উঠেছে।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বাবুল দেওয়ান বলেন, কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম সাড়া বাংলাদেশের গর্ব। তার একই জেলায় জন্ম গ্রহণ করে তার প্রতিষ্ঠিত এবং তারই নেতৃত্বে কৃষক শ্রমিক জনতালীগ দল করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি।

তিনি আরো বলেন, বঙ্গবীরের নাগরপুরে আগমনে উপজেলার প্রতিটি গ্রাম-গঞ্জের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছে। গ্রাম-গঞ্জের সাধারণ মানুষ বঙ্গবীর কাদের সিদ্দিকীকে এক নজর দেখা ও তার মুখের একটি কথা শুনার জন্য অধির আগ্রহে বসে আছে।

(আরএস/এসপি/এপ্রিল ১২, ২০১৮)