রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গালের ভুঞাপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল আগতেরিল্যায় এক প্রতিবন্ধী কিশোরীকে ফুসলিয়ে ধর্ষণ করে প্রতিবেশী ৫ যুবক। বিষয়টি কেউ না জানলেও পরে কিশোরী রওশনারা (১৪) গর্ভবতী হওয়ার পর তার পরিবারের লোকজন টের পায়। সন্তান প্রসবের আগ পর্যন্ত বিষয়টি কাউকে জানতে দেয়নি কিশোরীর হত দরিদ্র মা। গত ২৫ মার্চ কিশোরী পুত্র সন্তান প্রসব করলে গ্রাম্য প্রভাবশালীদের প্ররোচনায় ওই নব জাতককে পাশ্ববর্তী গোপালপুর বাশকাইল গ্রামের নিঃসন্তান আঃ করিমের স্ত্রী দুখিনীর নিকট ৫০ হাজার টাকায় বিক্রী করে। 

স্থানীয়রা জানায়, রওশানারার মা গ্রামে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে। ওই কিশোরী পুত্র সন্তান জন্মানোর পর এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয় ইউপি সদস্য রিপন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক সাহেব আলী সহ গ্রাম্য মাতব্বরদের উপস্থিতিতে বৈঠক হয়। ওই সময় প্রদিবন্ধী মেয়েটি প্রতিবেশী মোশারফ (৩৫), হালিম (৩২), সজীব (২২) সহ ৫ জন তাকে ফুসলিয়ে ধর্ষন করেছে বলে জানায়। মাতাব্বররা তরিঘরি করে বিষয়টি ধামাচাপা দিতে প্রতিবেশী গজনবীর মেয়ে নিঃসন্তান দুখিনীর নিকট ৫০ হাজার টাকায় বিক্রী করে এবং এ ব্যাপারে কাউকে কোথাও কোন অভিযোগ করতে নিষেধ করেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে স্থানীয় ফলদা ইউপি সদস্য রিপন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ বিষয়ে ফলদা ইউপি চেয়ারম্যান শামছুজ্জামান তালুকদার দুদু ঘটনাটি অবগত নয় বলে জানান।

এ ব্যাপারে ভুঞাপুর থানার ওসি আঃ ছালাম জানান, এ ঘটনায় তার নিকট কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ ছাড়া তিনি কোন ব্যবস্থা নিতে পারেন না।

(আরকেপি/এসপি/এপ্রিল ১৭, ২০১৮)