ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর দাশুড়িয়ায় নওদাপাড়া গ্রামে ইভটিজিংএর প্রতিবাদ করায় শাহিন এর উপর সন্ত্রাসী হামলার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় প্রকাশ করা হয়েছে।

পাবনা জেলা জজ আদালতের গত সোমবার অতিরিক্ত চীফ জুুিডশিয়াল ম্যাজিষ্ট্রেট রেজাইল করিম জনাকীর্ণ আদালতে এই রায় প্রকাশ করেন। মামলার রায়ে প্রধান আসামী নওদাপাড়া গ্রামের মেম্বর ফিরোজ হোসেন বাকি সরদারের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের নেতা আব্দুল্লাহ আল মামুন বিটুকে ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, আব্দুল্লাহ আল মামুন বিটু এ্যাডভোকেট রবিউল আলম বুদুর ভাতিজা। রায়ে অপর ৩ আসামি ইয়ারুল,রহিদুল এবং নূর আলমকে বেকসুর খালাস দেওয়া হয়। ২০১৫ সালের ২৯ আগষ্ট বাদি শাহিন জি,আর মামলা ২৯৯৪/১৫০০ মামলা দায়ের করেন।

(এসকেকে/এসপি/এপ্রিল ১৯, ২০১৮)