ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের (আইবিসিসিআই) তিন দিন ব্যাপী সেমিনারে ঈশ্বরদী দুই ব্যবসায়ী অংশগ্রহণ করেছেন। 

সেমিনারে বাংলাদেশ অটো রাইচ মিল ওনার্স এসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল ও আইবিসিসিআই-এর এক্সিকিউটিভ মেম্বার ঈশ্বরদীর সন্তান এম এ আজিজ, ঈশ্বরদীর খায়রুল গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ খায়রুল ইসলাম এবং ফাইভ এফ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অরুন সরকারকে আমন্ত্রণ জানানো হয়।

গতকাল রবিবার রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে রিজেন্ট এয়ারলাইন্সের একটি বিমানে তাঁরা ভারতের উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন।

এই সেমিনারে সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে।

(এসকেকে/এসপি/এপ্রিল ২৩, ২০১৮)