গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার খামার মামুদপুর পাতারেরপাড়া গ্রামে জমি সংক্রাস্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে আব্দুর রশিদ স্ত্রী নছিরন বেগম (৫০)কে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, ওই গ্রামের আব্দুর রশিদের সাথে দীর্ঘদিন থেকে প্রতিবেশী মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তাকে ফাঁসাতে সোমবার রাতে স্ত্রীকে মারপিটের পর শ্বাসরুদ্ধ করে হত্যার পর তার লাশ ওই বিরোধপূর্ণ জমিতে রেখে রাখে আসে রশিদ। লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় পুলিশ স্বামী আব্দুর রশিদসহ ৪ জনকে আটক করেছে। পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

(এসআইআর/এসপি/এপ্রিল ২৪, ২০১৮)