ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী হতে ঢাকাগামী ‘সুপার সনি’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব:১৪-৯৮২০) মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ঢুলটি নামক স্থানে উল্টে যায়। এসময় বাসের ৩৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যাত্রীরা জানান, ঢাকাগামী নাইট কোচ সুপার সনি বাসটি ঢুলটি রউফ এন্ড সন্স ফিলিং ষ্টেশন অতিক্রম করার সময় অসাবধানতা বশত চালক ব্রেক করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

পরে স্থানীয়রা ও ফায়ার সাভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। যাত্রী রায়হান হোসেন জানান, চালকের অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

(এসকেকে/এসপি/এপ্রিল ২৫, ২০১৮)