গাইবান্ধা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি চেয়ারপার্সন মাদার অব ডেমোক্রেসী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা জাতীয়তাবাদি ছাত্রদল।

বৃহস্পতিবার সকালে জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া আলম জিমের সভাপতিত্বে শহরের সার্কুলার রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ের সামন থেকে বের হবার চেষ্টা করলে পুলিশী বাধার সম্মুখীন হয় পরে সেখানেই একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত ।

বক্তারা অচিরেই দেশনেত্রী খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তির দাবি জানান।

(এসআইআর/এসপি/এপ্রিল ২৬, ২০১৮)