ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : রংপুর-বগুড়া মহাসড়কের পাগলাপীর এলাকায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কা লাগায় অন্তঃসত্ত্বা গৃহবধূসহ তিন জন  নিহত হয়েছে। এসময় চালকসহ দুই জন আহত হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নগরীর ধাপ পুলিশ ফাঁড়ির পরিদর্শক এস এম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিনাজপুরের বিরামপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের অন্তঃসত্তা গৃহবধূ মনি বেগমের (২৫) প্রসব বেদনায় শুরু হলে স্বজনরা তাকে অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথে পাগলাপীর এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সটির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই গৃহবধূ মনি বেগম এবং অ্যাম্বুলেন্সের হেলপার দিনাজপুরের বিশ্বনাথপুরের তুষার ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় ড্রাইভারসহ আরও ৩ জন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনা স্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় রুবিয়া বেগম মারা যায়।

(এসআইআর/এসপি/এপ্রিল ২৬, ২০১৮)