বিদ্যুৎ সংযোগ পিডিবি থেকে পল্লী বিদ্যুতে হস্তান্তর
ঈশ্বরদী চাল মোকামে ব্যবসায়ীদের বিক্ষোভ, সড়ক অবরোধ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বিদ্যুৎ সংযোগ পিডিবি হতে পল্লী বিদ্যুতে হস্তান্তরের প্রতিবাদে ঈশ্বরদীর জয়নগর ধান চালের মোকামের জয়নগর এলাকায় ঈশ্বরদী-কুষ্টিয়া আইকে রোড অবরোধ করেছে ব্যবসায়ীরা। এসময় ঈশ্বরদী মোকামে পল্লী বিদ্যুতের সংযোগ কেটে দিয়ে বিউবো’র সংযোগ বহাল রাখার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে ব্যবসায়ী ও চাল কল মালিকরা। এতে আইকে রোডে প্রায় ১ ঘন্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদীর জয়নগর আইকে রোডে এসব ঘটনা ঘটে।
চাল ব্যবসায়ী আমিরুল ইসলাম রিংকু জানান, মোকামে পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডসেডিং ও বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ ব্যবসায়ীরা পল্লী বিদ্যুতের সংযোগ কেটে দিয়ে বিউবো’র সংযোগ বহাল রাখার দাবিতে একজোট হয়ে বিক্ষোভ, পথসভা ও রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে প্রতিবাদ করেছে।
পথসভায় সলিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, চাল কল মালিক গ্র“পের সাধারণ সম্পাদক জুলমত হায়দার, চাল ব্যবসায়ী ও মিল মালিকদের মধ্যে আরব আলী ফকির, আব্দুল আজিজ খান, আজমল হোসেন, আমিরুল ইসলাম রিংকু, জহুরুল ইসলাম তুফান, আনিসুর রহমান সরদার, সরোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।
(এসকেকে/এসপি/এপ্রিল ২৬, ২০১৮)