ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে পুকুরে বিষ ঢেলে দিয়ে মনিরুজ্জামান মিলন নামের এক কৃষকের পুকুরের প্রায় ৫০ মন মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কৃষক মিলন জানান, শনিবার সকালে তিনি লোক মারফত খবর পেয়ে তার পুকুরে গিয়ে দেখতে পান অসংখ্য মাছ মরে ভেসে আছে। খবর পেয়ে ঈশ্বরদী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঈশ্বরদী থানার

অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এসকেকে/এসপি/এপ্রিল ২৮, ২০১৮)