ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে বিয়ে বাড়ির আনন্দ নিমিষেই বিষাদে পরিণত হয়েছে। বৌভাতের দিন সড়ক দুর্ঘটনায় বরের মৃত্যুতে বিয়ে বাড়িতে কান্নার রোল পড়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ এপ্রিল) ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে। 

স্থানীয়রা জানান, বক্তারপুর গ্রামের ফজল কারিগরের ছেলে সাগর কারিগরের সাথে লক্ষ্মিকুন্ডার কামালপুর গ্রামের আব্দুল হাই প্রামানিকের মেয়ে লাবনী আক্তারের শুক্রবার (২৭ এপ্রিল) পারিবারিক আয়োজনে বিয়ে হয়। শনিবার সাগরের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। বৌভাতের খাওয়া-ধাওয়াও শুরু হয়। কন্যা পক্ষের ফিরানী যাত্রীরাও সাগরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরই মধ্যে হঠাৎ বিয়ে বাড়িতে খবর এলো বক্তারপুর স্কুলের সামনের সড়কে ইট টানা স্টিায়ারিং ট্রলির সাথে সাগরকে বহনকারী মোটর সাইকেলের ধাক্কায় সাগর গুরুতর আহত হয়েছে। মোটর সাইকেলটি স্টিায়ারিং ট্রলি ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত সাগরকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সাগরের প্রাণ বায়ু বেরিয়ে যায়।

সাগর কারিগর স্থানীয়ভাবে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। সাগরের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সবাই হতভম্ব হয়ে পড়েন। এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

(এসকেকে/এসপি/এপ্রিল ২৯, ২০১৮)