গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলা জাতীয়তাবাদি শ্রমিকদলের উদ্যোগে মহান মে দিবসে মঙ্গলবার দিবসটি উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা মিলিত হয়।

গাইবান্ধা জেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম ফকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক অধ্যাপক ডাঃ ময়নুল হাসান সাদিক, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক আনুছুজ্জামন খান বাবু, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহামুদুননবী টিটুল, সাংগঠনিক সম্পাদক এ্যাড মঞ্জিল মোর্শেদ বাবু,আনিছুর রহমান নাদিম, সদও বিএনপির সভাপতি শহিদুজ্জামন শহিদ,সাদুল্যাপুর বিএনপির সাধারন সম্পাদক এ্যাড ছালামসহ এসময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীরা সহ জেলা জাতীয়তাবাদি শ্রমিকদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(এসআইআর/এসপি/মে ০১, ২০১৮)