চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পৌর শহরের স্টার মোড় এলাকায় প্রতারকদের খপ্পরে পড়ে ৪০ হাজার টাকা খোয়ালেন ওসমান গণি (৭৫) নামে এক কৃষক। তিনি উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাঁটাখালি পুরানপাড়া গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে।

জানা গেছে, কৃষক ওসমান গণি সোনালী ব্যাংক লি: চাটমোহর শাখা থেকে চেকের মাধ্যমে ৪০ হাজার টাকা উত্তোলন করে গায়ে পরিহিত পাঞ্জাবীর পকেটে রাখেন। পরে তিনি নিচে নেমে বাড়ি ফেরার জন্য রাস্তায় দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অজ্ঞাত দুই যুবক এসে তাকে বলে ‘পাঞ্জাবীতে পানের পিচকারী লেগেছে’। পরে ওই দুই যুবক ওসমান গণিকে সঙ্গে করে পাশেই একটি টিউবওয়েলে নিয়ে যায় পাঞ্জাবী ও লুঙ্গি পরিস্কার করার জন্য। এ সময় পাঞ্জাবী পরিস্কার করার পর লুঙ্গি পরিস্কার করার সময় পকেটে থাকা ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় প্রতারক চক্রের সদস্যরা। বিষয়টি বুঝতে পেরে প্রতারণার শিকার ওই কৃষক এ সময় চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছে।

ওসমান গণি বলেন, ‘আমি দরিদ্র কৃষক মানুষ। অনেক কষ্টে ব্যাংকে টাকা জমা করেছিলাম। বিশেষ একটি প্রয়োজনের জন্য ব্যাংক থেকে টাকা তোলার পর এমন ঘটনা ঘটবে কল্পনাও করতে পারিনি। আমার সব শেষ হয়ে গেল।’

চাটমোহর থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন,‘অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তদের সনাক্তের চেষ্টা চলছে।

(এসএইচএম/এসপি/মে ০৯, ২০১৮)