চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌর সদরের একাধিক মাদক মামলার আসামি, মাদক ব্যবসায়ী সাময়িক বরখাস্তকৃত তহশীলদার (ভূমি উপ-সহকারী কর্মকর্তা) ইবাদুর রশিদ ওরফে ইবাদ নায়েবকে (৫০) পুলিশ আবারও ইয়াবাসহ গ্রেফতার করেছে। একই দিনে আরো ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানে বুধবার রাতে সিনিয়র এএসপি (চাটমোহর সার্কেল) তাপস কুমার পালের নেতৃত্বে চাটমোহর থানা পুলিশের একটি দল ছদ্মবেশে পৌর শহরের বালুচর মহল্লার তার বাড়িতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। ইবাদুর রশিদ ওই এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।

অপরদিকে অভিযান চালিয়ে পৌর সদরের চৌধুরীপাড়ার সোমেদ আলীর ছেলে ইয়াবাসহ জহুরুল ইসলাম, নিমাইচড়া ইউনিয়নের করকোলা গ্রামের ভাদু শেখের ছেলে মোস্তফা কামাল, রমজান আলী মেম্বারের ছেলে বকুল হোসেন, ইন্তাজ আলীর ছেলে মাসুদ রানাকে গ্রেফতার করে। এদের কাছ থেকে ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, পাবনার সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশীলদার) থাকাকালীন ইবাদুর রশিদ ২০১৪ সালের ১৪ ডিসেম্বর প্রথমে চাটমোহরের গুনাইগাছা গ্রাম থেকে ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের হাতে আটক হয়।

এরপর ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি পাবনা সদর উপজেলার জহিরপুর তেলিপাড়া থেকে ৬২ হাজার টাকা মূল্যের ২৫ গ্রাম হেরোইন, হেরোইন বিক্রির সরঞ্জামসহ আটক করে ডিবি পুলিশ। একই বছর ১৮ আগষ্ট ছোটশালিখা মহল্লার সাইকেল হাট এলাকা থেকে চাটমোহর থানা পুলিশ ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। একাধিক মামলায় দীর্ঘদিন হাজতবাস করার পর জামিনে মুক্ত ছিলেন চাকুরী থেকে বরখাস্তকৃত তহশীলদার ইবাদুর রশিদ ওরফে ইবাদ নায়েব।

(এসএইচএম/এসপি/মে ২৪, ২০১৮)