কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার বাদুরতলী স্লুইসগেট খালের পাড়ের অবৈধ স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নেয়া ২২ ভূমিহীন পরিবারসহ ৩৫ পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নেয়া হয়েছে।

সোমবার কলাপাড়া উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্তকমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় মহিপুর ইউনিয়নের নিজামপুরে বেড়িবাঁধ নির্মাণে উচ্ছেদ হওয়া ১২ পরিবার ও হস্তশিল্পের কারুকার্যের মাধ্যমে পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে আলাদা খ্যাতি জুড়ে দেয়ায় ভূমিহীন হত-দরিদ্র আব্দুস সত্তারকে এক চিলতে খাস জমি বন্দোবস্ত দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সদস্য সচিব মো. তানভীর রহমান এসব বিষয় নিশ্চিত করে জানান, স্বেচ্ছায় সরকারি খালের দখল ছেড়ে দেয়া নিঃস্ব ভূমিহীন পরিবারগুলোকে অন্যত্র কোন খাস জমিতে পুনর্বাসনের উদ্যোগ নেয়া হচ্ছে। পটুয়াখালীর জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া যারা সরকারি খাল দখল করে স্থাপনা তোলা, কিংবা বাঁধ দিয়ে পানির প্রবাহ বাধাগ্রস্থ্য করে মাছের ঘের করেছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

(এমকেআর/এসপি/মে ২৮, ২০১৮)