মাহমুদুল হাসান সজীব : পাবনার সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের প্রাণ কেন্দ্র তারাবাড়ীয়া বাজারে রৌদ্র, ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের হাত থেকে রক্ষার জন্য যাত্রীছাউনি তৈরির করার জোর দাবি করেন এলাকাবাসী ও স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা। 

এলাকবাসীর দীর্ঘদিনের দাবি তারাবাড়ীয়া বাজারে একটি যাত্রীছাউনি করা হোক, কারণ এ গ্রামে তিনটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা, ইউনিয়ন ভূমি অফিস, উপ-স্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন পরিষদ, হাট-বাজার সহ জনবহুল একটি জায়গা।

স্কুলের শিক্ষার্থী চাঁদনী বলেন আমাদের দাবীর প্রেক্ষিতে চেয়ারম্যান কাকু যাত্রীছাউনি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন এ জন্য খুব আনন্দ লাগছে। হাট ইজারাদার সিদ্দিক সরদার বলেন আমাদের প্রাণের দাবী পুরনে চেয়ারম্যান রবিউল হক টুটুল নিজ উদ্যোগে আমাদের যে জায়গাতে যাত্রীছাউনি প্রয়োজন ছিলো, সেখানে তিনি এলাকাবাসী কে সাথে নিয়ে যাত্রীছাউনির সাইনবোর্ড স্থাপন করেছেন। চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক টুটুল বলেন শিক্ষার্থী ও এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে যাত্রীছাউনির খুব দ্রুত সময়ে স্থাপন করা হবে।

(এমএইচএস/এসপি/জুন ০৩, ২০১৮)