রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী সরাতৈল এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছে। এতে আহত হয় আরো ২জন। বুধবার সকাল পৌণে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আহত ২ জনের মৃত্যু হয়। এ দুর্ঘটনার ফলে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

বঙ্গবন্ধু সেতু থানার উপ-পরিদর্শক মো. নূরে আলম সিদ্দিকী জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকা গামী একটি পাথর ভর্তি ট্রাক সকাল পৌণে সাতটার দিকে ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী সরাতৈল এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি খালি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক ও হেলপার নিহত হয়। আহত হয় আরোও ২জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহত আহতদের নাম পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হলেও ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক দ্রুত অপসারণ করা হলে যান চলাচল স্বাভাবিক হয় বলে দাবি করেন তিনি।

(আরকেপি/এসপি/জুন ০৬, ২০১৮)