মাহমুদুল হাসান সজীব : পাবনার সদর উপজেলার দুবলিয়ার হাজী জসিম উদ্দিন ডিগ্রী কলেজে বৃহস্পতিবার সকালে চরতারাপুরের কৃর্তি সন্তান বিশিষ্ঠ্য ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আব্দুস সাত্তার বিশ্বাসের উদ্যোগে চরতারাপুর ও সাদুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যের নিকট গরীব ও দুস্থ্য মানুষের জন্য জাকাতের প্রায় ৫ শতাধিক শাড়ী-লুঙ্গি প্রদান করা হয়। 

জাকাতের কাপড় প্রদান করেন আলহাজ্ব আব্দুস সাত্তার বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন হাজী জসিম উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ নাজমুল হোসেন বিশ্বাস, সমাজ সেবক আব্দুস সালাম বিশ্বাস, চরতারাপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল হক টুটুল, ম্যানেজিং সদস্য আব্দুল বারেক প্রাং, প্রভাষক জাহাঙ্গীর হোসেন, ইউনুস আলী, আমিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য গোলাম মোর্তজা, মিঠু বিশ্বাস, ছাত্রনেতা রবিউল বিশ্বাস, রুবেল বিশ্বাস, স¤্রাট বিশ্বাস, অপু বিশ্বাস প্রমুখ।

(এস/এসপি/জুন ০৭, ২০১৮)