ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার দলীয় কার্যালয়ে নেতা কর্মী ও বিভিন্ন পেশাজীবীদের সাথে মিলাদ ও দোয়া মাহফিলে শরীক হয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি।

এসময় ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, সিয়াম সাধনার পাশাপাশি দেশের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে সরকারকে আবার জয়যুক্ত করুন।

ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নায়েব আলী বিশ্বাস,ঈশ্বরদী উপজেলা চেয়ারমান মখলেছুর রহমান মিন্টু, সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না, যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল, পৌর যুবলীগের আলাউদ্দিন বিপ্লব, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম রনি, সুমন দাসসহ প্রশাসনের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদসমূহের চেয়ারম্যানসহ তিন হাজার মুসল্লী ইফতারে যোগ দেন।

(এসকেকে/এসপি/জুন ০৯, ২০১৮)