আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় প্রায় সাড়ে ১৮হাজার ৪শ ৪৫টি দুঃস্থ পরিবারের জন্য ১৮৪দশমিক ৪৫০মেট্টিক টন ঈদের বিশেষ ভিজিএফ চাল বরাদ্দ করেছে ত্রাণ ও পুণর্বাসন মন্ত্রণালয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৮হাজার ৪শ ৪৫টি দুঃস্থ পরিবারের জন্য ইতোমধ্যেই চাল বরাদ্দ পাওয়া গেছে। ঈদ উদযাপনের জন্য প্রতি পরিবার ১০ কেজি করে চাল সহায়তা পাবে।

সূত্র মতে, জনসংখ্যা প্রাপ্যতা হারে রাজিহার ইউনিয়নে ৩৮২৮ পরিবার, বাকাল ইউনিয়নে ৩০৭৩ পরিবার, বাগধা ইউনিয়নে ৩৬৪০ পরিবার, গৈলা ইউনিয়নে ৪৩৮৮ পরিবার ও রত্নপুর ইউনিয়নে ৩৫১৬ পরিবারের মধ্যে চাল বন্টন করতে সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদগুলোকে তালিকা প্রনয়ণ করতে বলা হয়েছে। তালিকায় বন্যায় আক্রান্তদের অগ্রাধিকার প্রদান করতে বলা হয়েছে। তালিকা প্রস্তত করা হলেই চাল বিতরণ করা হবে।

(টিবি/এসপি/জুন ১০, ২০১৮)