স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ টাকার ভারতীয় রুপিসহ এক পাকিস্তানি নাগরিককে আকট করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার রাত বারটার দিকে এ ঘটনা ঘটে।

আটক আব্দুর রহিম (৩৫) গত ৭ জুলাই কাতার এয়ারলাইন্সের একটি বিমানে পাকিস্তান থেকে বাংলাদেশে আসেন। রেখে যাওয়া লাগেজ নিতে শনিবার রাতে তিনি বিমানবন্দরে আসেন। তার একটি নতুন ব্যাগ সুন্দর করে সেলাই করা দেখে কাস্টমস কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে ব্যাগটি তল্লাশি করে এর ভেতর থেকে ৫০ লাখ টাকার ভারতীয় রুপি উদ্ধার এবং তাকে আটক করা হয়।

কাস্টমসের সহকারী পরিচালক ইশরাত জাহান রুমা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাধারণত পাকিস্তান থেকে আসা ভারতীয় রুপিগুলো নকল হয়ে থাকে। এ কারণে উদ্ধার হওয়া মুদ্রাগুলো বাংলাদেশ ব্যাংকের কারেন্সি বিভাগে পরীক্ষা করে দেখা হবে।

(ওএস/এইচআর/জুলাই ১৩, ২০১৪)