আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সিটি কর্পোরেশন নির্বাচনে বরিশালের চার মেয়র প্রার্থী বুধবার তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আঞ্চলিক নির্বাচন ও রির্টানিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সিপিবি, বাসদ, জাতীয় পার্টি ও বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মেয়র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ শেষদিনে আওয়ামীলীগ ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা তাদের মনোয়নপত্র জমা দিবেন।

সূত্রমতে, মেয়র পদে আটজন, কাউন্সিলর প্রার্থী হিসেবে ১৭৯টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সম্ভাব্য প্রার্থীরা। এরমধ্যে ১৩৭টি সাধারণ কাউন্সিলর ও ৪২টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়ন সংহ্রহ করা হয়। আজ ২৮ জুন মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন।

জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস বুধবার বিকেলে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের বলেন, খুলনা ও গাজীপুরের নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা চাই বরিশালের জনসাধারণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এজন্য তিনি নির্বাচন কমিশন ও সরকারের সহযোগীতা কামনা করেন।

তিনি আরও বলেন, আমি মেয়র নির্বাচিত হলে সর্বপ্রথম সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করবো। বাসদ মনোনীত প্রার্থী ডাঃ মনিষা চক্রবর্তী মনোনয়নপত্র জমা দিয়ে বলেন, সিটি কর্পোরেশন হচ্ছে জনসাধারনের সেবা প্রতিষ্ঠান এখানে জনগনের অধিকার আগে দেখা হবে। নির্বাচন প্রসঙ্গে মনিষা বলেন, আমরা বরিশালে প্রশ্নবিদ্ধ কোন নির্বাচন দেখতে চাইনা।

এছাড়া মনোনয়নপত্র জমা দিয়েছেন কমিউনিস্ট পার্টির মেয়র প্রার্থী একে আজাদ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মেয়র প্রার্থী ওবায়দুর রহমান মাহাবুব।

(টিবি/এসপি/জুন ২৭, ২০১৮)