আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সিটি কর্পোরেশন নির্বাচনে বরিশালে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাতজন প্রার্থী। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেয়ার শেষদিনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মহানগর সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এরপূর্বে ২৭ জুন বিকেল পর্যন্ত পাঁচজন মেয়র প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী ইকবাল হোসেন তাপস, একই দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী বশির আহমেদ ঝুনু, কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি একে আজাদ, বাংলাদেশ সমাজ তান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী ডা. মনিষা চক্রবর্তী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হেফাজত ইসলামের মহানগর কমিটির সভাপতি ওবায়েদুর রহমান মাহবুব।

একইসাথে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করা ১৩৯ জন প্রার্থীর মধ্যে সর্বমোট জমা দিয়েছেন ১২০জন প্রার্থী ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৪৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান জানান, গত ৩১ মে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন ছিলো বৃহস্পতিবার (২৮ জুন)। মনোনয়নপত্র বাছাই হবে ১ ও ২ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ৯ জুলাই। ১০ জুলাই দেয়া হবে প্রতীক বরাদ্দ। ভোটগ্রহণ করা হবে আগামী ৩০ জুলাই।

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে এবার ২ লাখ ৪১ হাজার ৯৫৯ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৩৩২ জন এবং নারী ভোটার ১ লাখ ২০ হাজার ৬২৭ জন।

(টিবি/এসপি/জুন ২৮, ২০১৮)