সুনামগঞ্জ প্রতিনিধি : সিলেট-সুনামগঞ্জ সড়কের ধামোদও তপি এলাকায় রোগীবহনকারী মাইক্রোবাস খাদে পড়ে রোগীসহ দুইজনের মৃত্যু  হয়েছে। একই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

শনিবার দিনগত রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাইক্রবাস চালক জেলার জামালগঞ্জ উপজেলার লালপুর গ্রামের ফয়জুর রহমানের ছেলে কদর আলী ও ওই মাইক্রবাসের যাত্রী বিশ্বম্ভরপুর উপজেরার গড়েরগাঁও গ্রামের মৃত আব্দুল ফাজিলের ছেলে আবু বক্কর (৪৫)।

পুলিশ জানায়, রোগী আবু বকরকে সুনামগঞ্জের একটি বেসরকারি হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য মাইক্রোবাসে করে সিলেটে নেওয়া হচ্ছিল। রাত পৌনে ১২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে বহনকারী মাইক্রবাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও আবু বকরের মৃত্যু হয়।

জয়কলস হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য লাশ দু’টি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আহতদের চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

(ওএস/এইচআর/জুলাই ১৩, ২০১৪)