ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর রূপপুরে বজ্রপাতে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে প্রকল্পের মাঠে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে। নিহত শ্রমিকের নাম সুমন(২৫)। 

তার বাড়ি পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের মালঞ্চি গ্রামে বলে জানা গেছে। পাকশী ইউপি সচিব জানান, সুমন একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের অধীনে ডে-লেবার হিসেবে কাজ করতো।

সহকর্মীরা জানান, প্রকল্পের মাঠে কাজ করার সময় হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়। এসময় তীব্র আগুনের ঝলকানি ও প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটলে সুমন বিদ্যুৎপৃষ্ঠ হয় এবং তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে এবং পড়নের কাপড়ও পুড়ে যায়। এই অবস্থায় সুমনকে ঈশ্বরদী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

(এসকেকে/এসপি/জুলাই ০২, ২০১৮)