ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে অটোরিকশার সাথে নির্মাণ শ্রমিক রাসেল (২১) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের রূপপুর পাকার মোড়ে। 

পথচারীরা জানান, রাসেল কাজ শেষে সাইকেল যোগে বাড়ি ফিরছিল। রূপপুর পাকার মোড় অতিক্রম করার সময় হঠাৎ একটি অটোরিকশা তাকে সজোড়ে ধাক্কা মারে এবং তার মাথা পিষ্ঠ হয়। গুরুতর আহত অবস্থায় রাসেলকে ঈশ্বরদী হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাসেল নিমৃাণ কাজে রাজমিস্ত্রির হেলপার হিসেবে কাজ করতো । সে দিযাড় বাঘইল গ্রামের আব্দুর রহমানের পুত্র বলে বলে জানা গেছে।

(এসকেকে/এসপি/জুলাই ০২, ২০১৮)