বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে দুইদিনের টানা বৃষ্টিতে জেলা শহরের কালাঘাটা এলাকার বড়ুয়াপাড়ায় পাহাড় ধসে প্রতিমা রানী দাশ নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে অতি বর্ষণের ফলে বসতবাড়ির ওপর পাহাড় ধসে পড়লে এ ঘটনা ঘটে। পরে দমকল বাহিনীর কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মাটির নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

এদিকে ঘটনার পর জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পৌর মেয়র ইসলাম বেবীসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

দমকল বাহিনীর বান্দরবানের উপ-পরিচালক ইকবাল সোবাহান জানান, মাটি খুঁড়ে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

অপরদিকে সাংগু নদীর পানি বাড়ার কারণে বান্দরবানের পলুপাড়ায় একটি ব্রেইলি ব্রিজ প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে।

(ওএস/এসপি/জুলাই ০৩, ২০১৮)